Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবির প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৯:২৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২১:২৫

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিজয় তোরণের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামানুসারে ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ রাখলেন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ নাম ঘোষণা করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আইমান আহাদ বলেন, “শহিদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে খুবির প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণা করছি। মুগ্ধ ভাই শহিদ হয়েও আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল। সারা দেশের শহিদদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। আর যেন আমাদের শহিদদের নামে কোনো নাম রাখতে হয় না।”

এ সময় অধ্যাপক ড. মো. হায়দার আলী বিশ্বাস, অধ্যাপক ড. মো. নূরুন্নবী, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, অধ্যাপক ড. মো. নুর আলম, অধ্যাপক শরীফ মোহাম্মদ খান, সহযোগী অধ্যাপক আবুল ফজল ও ইমতিয়াজ মাশরুরসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে শহিদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন মুগ্ধ। ভালো খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন খুবির ক্যাম্পাসে। গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান। এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে (বিইউপি)।

সারাবাংলা/পিটিএম

খুলনা বিশ্ববিদ্যালয় টপ নিউজ শহিদ মীর মুগ্ধ তোরণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর