সাবেক এমপি জারার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ
১৭ আগস্ট ২০২৪ ১৬:৫৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ১৭:০৪
চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব ও তার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর বিরুদ্ধে বিল দখল, চাঁদাবাজি, হয়রানি ও লুটপাটের অভিযোগ করেছেন মৎস্যজীবীরা।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কমিরাদহ বিলে ৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আলফাজ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘নিয়মমাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট কাছ থেকে কুমিরাদহ বিল ইজারা নেয়। কিন্তু এমপি জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এমপি নিজে উপস্থিত থেকে বিলে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে।’
মৎস্যজীবীরা আরও বলেন, ‘একাধিক মিথ্যা মামলা দিয়ে জেলেদের হয়রানি করছে সাবেক এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনি বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।’
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও