Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক পুলিশকে ছাতা দিলো শাওমি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৬:০২

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ নিয়েছে শাওমি বাংলাদেশ।

শনিবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১৩ আগস্ট বিকালে রাজধানীর গুলশান-১ সার্কেল, গুলশান-২ সার্কেল ও বনানী ১১ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক চৌরাস্তায় ছাতা বিতরণ শুরু হয়, যেখানে শাওমি বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাওমির চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের প্রধান সব সড়ক, শপিং মল সংলগ্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে মোট ৮০০টি ছাতা ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হবে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমিতে আমরা কমিউনিটিতে অবদান রাখাকে গভীরভাবে মূল্যায়ন করি ও যারা জনসেবায় নিরলসভাবে কাজ করেন তাদের সহায়তা করি। এই ছাতা বিতরণ আমাদের দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন পরিশ্রম করা ট্রাফিক পুলিশ সদস্যদের এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের একটি উপায়।’

সারাবাংলা/ইএইচটি/একে

ছাতা ট্রাফিক পুলিশ মোবাইল কোম্পানি শাওমি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর