Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে উপদেষ্টা ফরিদা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৪ ১৫:৪৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ ২০:০৭

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে আহত রোগীদের দেখতে আসেন।

উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যবিরোধী সহিংসতায় যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা সবাই চিকিৎসাসেবা পাচ্ছে। চিকিৎসকররা আন্তরিকভাবে চেষ্টা করছে। কিছু সমস্যা থাকবেই কারণ অনেক কিছুর সংকট আছে। অনেক এটেন্ডেস আসছে, সে কারণে ইনফেকশনের ভয় আছে। সেগুলো আমাদের বুঝতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রদের দিক থেকে একটি উদ্যেগ নেওয়া হয়েছে। সেটা ওরা ঘোষণা দেবে। সেটা হচ্ছে, স্পেশালাইড ডেডিকেটেড কেয়ার ইউনিট করতে বলছে। তাহলে ওই সময় যারা আহত হয়েছে, তাদের আলাদা করা যাবে। ঢাকা মেডিকেলে তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছে। তবে আরেকটা জরুরি ব্যবস্থা নিতে হবে, কিন্তু একটা ঘাটতি আছে, যদি বার্ন ইউনিটের সঙ্গে ক্যাজুয়ালটির সঙ্গে মিলানো যায় তাইলে অনেক কিছু করতে পারবে। সবাইকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু সময় দিতে হবে। উপদেষ্টা পরিষদের সঙ্গে এসব বিষয় নিয়ে বসে কথা বলবো। স্বাস্থ্যসেবাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে স্পেশালাইজড কেয়ার ইউনিট করা সম্ভব।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ হাজার ২০০ জন চিকিৎসা নিয়েছেন। ৭৮৬ জনকে ভর্তি করা হয়েছিল, বর্তমানে ১৬৩ ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে আছে ৯ জন। ৩ জনের অবস্থা খারাপ। হাসপাতালে এখন পর্যন্ত ১৬৩ জন মারা যায়, যার মধ্যে ৭৬টি স্পটডেড। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

বিজ্ঞাপন

পরিচালক আরও বলেন, ‘ভর্তি রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ভর্তি রোগীদের ওষুধপত্রসহ যেসব মেডিকেল আইটেম দরকার সব সাপ্লাই থাকে না। রোগীদের ফ্রি চিকিৎসা দেওয়ার সংকট ছিল, সেটা আমরা কাটিয়ে উঠেছি। আমরা একটা ফান্ড তৈরি করেছি, সেই ফান্ড থেকে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি।’

সারাবাংলা/এসএসআর/এমও

আহত ছাত্র আন্দোলন ফরিদা আখতার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর