দেশে এখন সবুজ কারখানা ২২৬টি
১৬ আগস্ট ২০২৪ ১৮:৩৭ | আপডেট: ১৬ আগস্ট ২০২৪ ২১:৪২
ঢাকা: আরও দু’টি পোশাক কারখানা সবুজ কারখানার (গ্রিন ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ফলে দেশে এখন সবুজ কারখানার সংখ্যা ২২৬টি। নতুন করে যুক্ত হওয়া কারখানা দু’টি হচ্ছে সাদাতিয়া সোয়েটার লিমেটড ও এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড।
শুক্রবার (১৬ আগস্ট) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। গেল বছর ২০০ সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এরমধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্যমতে, দেশে এখন সবুজ কারখানা ২২৬টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৮৯টি, গোল্ড ১২৩টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।
উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
সারাবাংলা/ইএইচটি/এমও