Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৪ ১৪:০৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২৪ ১৮:৩৮

ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো খুদে বার্তায় নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করার কথা জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

কথিত রয়েছে, শেখ হাসিনা পদত্যাগের দিন জিয়াউল আহসান আরও কয়েকজন সেনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ক্যু করে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন। কিন্তু দেশ প্রেমিক সেনাবাহিনী তা ঠেকিয়ে দিয়েছেন। এরপর তাকেসহ বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৬ আগস্ট রাতে এমিরেটসের একটি ফ্লাইটে জিয়া পালানোর সময় রানওয়ে থেকে ফ্লাইটটিকে আবার বোর্ডিং ব্রিজে এনে জিয়াকে নামিয়ে আনা হয়।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে।

জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার বলে পরিচিত ছিলেন।

২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২ এর উপ-অধিনায়ক ও একই বছর লেফট্যানেন্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদরদফতরের গোয়েন্দা শাখার পরিচালক হন তিনি।

২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত র‌্যাব বিভিন্ন থাকাকালে ঢাকাসহ সারাদেশে বেশ কিছু ক্র্যাকডাউন অপারেশন চালিয়েছেন। সেইসব অপারেশনে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছেন। সেই থেকে ভুক্তভোগীরা জানেন, ‘জিয়া মানুষ মারার একজন ওস্তাদ।’

বিজ্ঞাপন

পরে ২০১৩ সালের ডিসেম্বরে জিয়াউল কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।

সারাবাংলা/ইউজে/একে

গ্রেফতার জিয়াউল হাসান টপ নিউজ নিউ মার্কেট থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর