ডিএমপির তিন নারী পুলিশ কর্মকর্তাকে পদায়ন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ২১:০০
১৫ আগস্ট ২০২৪ ২১:০০
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন ডিএমপি সদর দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ট্রাফিক তেজগাঁওয়ে, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজানা ইয়াছমিনকে ডিএমপি সদর দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে এবং ট্রাফিক তেজগাঁওয়ের এডিসি কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে