Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসাধীন ২ পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ করেসপডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ১৮:০১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ১৮:০২

ঢাকা: রাজধানীর শ্যামপুরে সহিংসতায় আহত ও মিরপুর পুলিশ লাইনে অস্ত্রাগারে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়ে আগত দুই পুলিশ সদস্য মারা গেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গত ৫ আগস্ট সহিংসতায় আহত পুলিশ কনস্টেবল খলিলুর রহমান (৫৩) ও বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান গত ১২ আগস্ট মিরপুর পুলিশ লাইনে মিস ফায়ারে গুলিবিদ্ধ আহত পুলিশের এএসআই আল আমিন (৩১)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত আলআমিন লালমনিরহাট সদর জেলার গোকুস্তা কাচাড়িপাড়া গ্রামের বককার আলীর ছেলে। বর্তমানে দারুস সালাম থানায় কর্মরত ছিলেন।

কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, সোমবার (১২ আগস্ট) বিকেলে মিরপুর পুলিশ লাইনে জমাকৃত অস্ত্র আনতে যায় দারুস সালাম থানার এএসআই আলআমিন সহ অনেকেই। সেখানে এএসআই ইয়াছিন আলী নামে একজন পুলিশ সদস্যের হাত থেকে পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে সহকর্মীরা। সেখান থেকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোরগুল হাসান সোহাগ সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেলে শ্যামপুর থানার ছাদের পুলিশ সদস্য খলিলুরকে মারপিট করে ছাদ থেকে ফেলে দেয়। আহত অবস্থায় তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মারা যান।

বিজ্ঞাপন

মৃত খলিলুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার তালতলা গ্রামে। বাবার নাম মৃত আফাজ উদ্দিন। বর্তমানে শ্যামপুর থানায় কর্মরত ছিলেন।

সারাবাংলা/একে

টপ নিউজ পুলিশ সদস্য সহিংসতা হামলা হাসপাতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর