খুলনায় বিএনপি-যুবদলের ৪ নেতাকে বহিষ্কার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ০৮:১১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ১০:৩৮
১৫ আগস্ট ২০২৪ ০৮:১১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ১০:৩৮
খুলনা: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপির তিন নেতা ও মহানগর যুবলীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাতে মহানগর বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বহিষ্কারের চিঠিতে সই করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বহিষ্কৃতরা হলেন— সোনাডাঙ্গা থানা বিএনপির তিন সদস্য মঈদুল হক টুকু, খায়রুল ইসলাম হিরু ও নুর আলম নুরু এবং খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান বিপ্লব।
সারাবাংলা/টিআর