Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবাপের গোলে মৌসুমের প্রথম শিরোপা জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৫ আগস্ট ২০২৪ ০৯:৩৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ১১:৩৩

অনেক নাটক ও অপেক্ষার পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। রিয়ালের হয়ে প্রথম ম্যাচেই গোল পেলেন কিলিয়ান এমবাপে, জিতলেন শিরোপাও! ইউয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেল রিয়াল।

চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল ও ইউরোপা লিগ জয়ী আটালান্টার মাঝে অনুষ্ঠিত হয়েছে সুপার কাপ। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। গোলশূন্য থেকেই দুই দল বিরতিতে যায়।

বিজ্ঞাপন

ম্যাচের দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙ্গেন ভালভার্দে। ৫৯ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। গোলে অ্যাসিস্ট ছিল ভিনিসিয়াস জুনিয়রের। ৬৮ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলের দেখা পান এমবাপে। জুড বেলিংহামের পাসে গোল করে দলের শিরোপা অনেকটাই নিশ্চিত করেন এমবাপে।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় দিয়েই সুপার কাপ জিতল রিয়াল। এটি তাদের ষষ্ঠ সুপার কাপ। সব মিলিয়ে নিজেদের ১০৩তম শিরোপা জিতল রিয়াল।

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে টপ নিউজ রিয়াল মাদ্রিদ সুপার কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর