Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ২৩:১১ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ ০২:১৪

লামিয়া মোরশেদ। ছবি: ওয়ানইয়াংওয়ার্ল্ড ওয়েবসাইট থেকে

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন কর্মসূচিবিষয়ক (এসডিজি) মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ পেয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। প্রধান উপদেষ্টার মেয়াদকালে সিনিয়র সচিব পদমর্যাদায় তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, লামিয়া মোরশেদকে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাসহ এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ করা হয়েছে। প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) তার মেয়াদ নির্ধারিত হবে।

এর আগে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে দায়িত্বরত ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ পদে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

সারাবাংলা/টিআর

ইউনূস সেন্টার এসডিজি লামিয়া মোরশেদ