Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতে বসে আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ২১:৩৫

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (১৪ আগষ্ট) দুপুরে নগরীর অক্সিজেন এলাকায় কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে মীর হেলাল বলেন, ‘খুনি হাসিনাসহ যে সকল ব্যক্তিরা গণহত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচারের দাবিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। যে সকল ছাত্র-জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাদের হত্যার বিচার না করলে দেশ কলঙ্কমুক্ত হবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে দেশে বারবার গণহত্যা সংঘটিত হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এরকম দুঃসাহস না দেখায় সেজন্য উপযুক্ত বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ফ্যাসিবাদী সরকার লুটপাট করে দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির সঙ্গে জনগণ প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে ধারাবাহিক সংগ্রাম বজায় রাখতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’

বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, সদস্য ইকবাল চৌধুরী ও এস এম আবুল ফয়েজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

আওয়ামী লীগ ভারত ষড়যন্ত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর