Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৭:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৯:১৯

ঢাকা: স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাহাংগীর আলমকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার বিরুদ্ধে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টার অভিযোগ তুলেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৭ জানুয়ারি ডামি ইলেকশন করে ১০ পার্সেন্ট ভোটকে ৪০ পার্সেন্ট বানানোর আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিল তখনকার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত।’

আরও লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এই মো. জাহাংগীর আলমকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর