Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১৬:৩৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৮:১৭

ঢাকা: কারাবিধি (জেলকোড) অনুসরণ করে কারাগারে থাকা আসামিদের সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে ওই প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করা করেছেন আদালত।

এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনের বৈধতার রিটের শুনানি শেষে বুধবার (১৪ আস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, তোবারক হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার প্রিয়া আহসান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

পরে ব্যারিস্টার সারা হোসেন জানান, গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, কারা বন্দিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হলো। অথচ আমাদের সংবিধানে বলা হয়েছে, প্রত্যেক বন্দীর আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার আছে।

জেল কোডে বলা আছে, কে কত সময় পর্যন্ত দেখা করতে পারবে। সেটা তোয়াক্কা না করে সুবিধাটা সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু সেটা এখনো বাতিল না হওয়ায় রিট করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর