Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক হামলা হয়নি, যা ঘটেছে সম্পূর্ণ রাজনৈতিক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১২:১৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৬:৩২

ঠাকুরগাঁও: ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে উল্লেখ করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘৫ আগস্ট থেকে এখন পর্যন্ত দেশে কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি। যা ঘটেছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। তাই এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। যাতে ভুল বা মিথ্যা সংবাদ প্রকাশিত না হয়।’

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দেশি-বিদেশি একটি চক্র এবং পতিত সরকারের গোষ্ঠীর লোকেরা বিভিন্নভাবে পরিকল্পনা করে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘কয়েকদিন আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ ভারতে চলে যাওয়ার জন্য সীমান্তের কাছে জমায়েত হয়েছিল। প্রশাসন ও ও বিভিন্ন গোয়েন্দামাধ্যম আমাকে পরিষ্কার করে বলেছে এটি সাজানো একটি নাটক। এটি সাজানো নাটক না হলে তারা সেখানে সবাই খালি হাতে ছিল, সঙ্গে তাদের স্ত্রী-সন্তান কেউ নেই। এটা সম্পূর্ণ একটি নাটক।’

দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন যে, আমাদের দল এসব ঘটনাকে প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত আছে ও থাকে তাহলে ডিসি ও এসপিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে আমাদের পক্ষ থেকে। এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই আমরা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রভাবিত না হয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপিনেতা বলেন, ‘আপনারা গুজবে কান দেবেন না, প্রভাবিত হবেন না। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়, কোন ধরনের বিশৃঙ্খল যেন না হয় সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন।’

বিজ্ঞাপন

এসময় তিনি সবাইকে বর্তমান সরকারকে সহযোগিতা করারও অনুরোধ জানান।

সারাবাংলা/এমও

ঠাকুরগাঁও সম্পূর্ণ রাজনৈতিক সাম্প্রদায়িক হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর