Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ৩৫ অস্ত্র উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ১১:৫০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৬:৪৮

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৪ আগস্ট) র‍্যাবের চট্টগ্রাম জোন কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাসগান। অস্ত্রগুলো নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করেছে র‍্যাব।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতার বিজয় উল্লাসের মধ্যে দুর্বৃত্তরা চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে।

সারাবাংলা/আরডি/ইআ

অস্ত্র উদ্ধার চট্টগ্রাম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর