বদলে গেল বাংলাদেশের ভারত সফরের ভেন্যু
১৪ আগস্ট ২০২৪ ০৯:৫৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ ১৬:৩৫
বাংলাদেশের ভারত সফরের বাকি আর এক মাস। এর আগেই পরিবর্তন করা হলো এই সফরের একটি ম্যাচের ভেন্যু। প্রথম টি-২০ ম্যাচ ধর্মশালার পরিবর্তে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সিরিজের দুটি টেস্ট ও শেষ দুই টি-২০ ম্যাচের ভেন্যু আগেরটা থাকলেও শেষ টি-২০ ম্যাচের ভেন্যু বদলে ফেলা হয়েছে। ধর্মশালার ড্রেসিংরুমের সংস্কারকাজ চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এর আগে কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এই শহরে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০১০ সালে। সেই ম্যাচে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন টেনডুলকার।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর থেকে শুরু। ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-২০ ম্যাচ, ৯ অক্টোবর দিল্লীতে দ্বিতীয় টি-২০ ম্যাচ, তৃতীয় ম্যাচ ১২ অক্টোবর হায়দরাবাদে।
সারাবাংলা/এফএম