Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যের ডিজিসহ দুর্নীতিবাজ কর্মকর্তা অপসারণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ০০:৪১

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমসহ দুর্নীতিবাজ সব কর্মকর্তার অপসারণসহ দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। দ্রুত এসব দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর থেকে তারা রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের দাবি, গত ১৫ বছরের শাসনামলে স্বাস্থ্য অধিদফতরে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে হয়েছে অবৈধ নিয়োগ-পদোন্নতি। তাই বর্তমান ডিজিসহ সব দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা।

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন বলেন, ‘অ্যাডহক কর্মকর্তাদের অবৈধ স্থায়ীকরণ বাতিলসহ এতদিন ৬ দফা দাবিতে আন্দোলন করে এলেও এখন আমাদের দাবি দুটি। প্রথম দাবি হলো— স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ এবং সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ। দাবির দ্বিতীয়টি হলো— সবধরনের অবৈধ পদোন্নতি, নিয়োগ বাতিল।’

তিনি বলেন, ‘কিছু বছর ধরে সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে ক্যাডার পদগুলোতে ভিন্ন নিয়োগবিধির আওতায় নিয়োগপ্রাপ্ত অ্যাডহক ও প্রকল্প কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতকারী কর্মকর্তা।’

তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত সহস্রাধিক অবৈধ পদোন্নতি, জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রায় পাঁচ শতাধিক অবৈধ পদায়নসহ স্বাস্থ্য অধিদফতরে অনিয়ম-দুর্নীতি চরম আকার ধারণ করেছে। আমরা দেখেছি, একদল চাকরিজীবী যারা তাদেরই নিয়োগবিধির শর্ত পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করে স্থায়ী হয়েছিল। অর্থাৎ তারা প্রথমবার প্রমার্জনা পেয়েছেন, যারা তাদের সমগ্র চাকরিজীবনে কখনো কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেয়নি, যারা বিসিএস অনুত্তীর্ণ হয়েও ক্যাডার হয়েছে। এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের সঙ্গে চরমতম অন্যায়। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানব না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

পদত্যাগ দাবি স্বাস্থের ডিজি