Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৯:৫৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ২২:২৮

ঢাকা: ছাত্র হত্যার প্রতিবাদে ১৪ ও ১৫ আগস্ট সারাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে শাহবাগে আয়োজিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান পালন করবে বিএনপি।

সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহসম্পাদক অপর্ণা রায়, কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক তরুণ কুমার দে প্রমুখ।

এদিকে, জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল দুই দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে যুবদল আগামীকাল ১৪ আগস্ট ও পরদিন ১৫ আগস্ট সারা দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। ছাত্রদল ১৪ ও ১৫ আগস্ট শাহবাগে সমাবেশ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ১৬ আগস্ট দোয়া মাহফিল করবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

কর্মসূচি ঘোষণা টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর