গেন্ডারিয়ায় দুর্বৃত্তের গুলিতে ‘বিএনপি’ কর্মী নিহত
১৩ আগস্ট ২০২৪ ১৯:০৬
ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া বসুবাজার লেনে দুর্বৃত্তদের গুলিতে আনিছ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিবারের দাবি, তিনি বিএনপির কর্মী ছিলেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
আনিছের ভাই মো. নাদিম জানান, তাদের বাসা নারিন্দা গুরুদাস সরকার লেন এলাকায়। বাবার নাম মো. শহিদ। আনিছ বায়তুল মোকাররম এলাকায় আংটি-পাথর ও আতরের ব্যবসা করতেন। বিএনপির কর্মী ছিলেন তিনি।
তিনি বলেন, ‘বিকেলে জানতে পারি বসুবাজার লেনে কে বা কারা আনিছকে গুলি করেছে। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে আনিছের মরদেহ দেখতে পাই। তবে কারা আনিছকে গুলি করেছে তা জানতে পারি নাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির মাথায় একটি ও পেটে দুটি গুলির চিহ্ন রয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম