Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মাসুদ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪ ১৮:১৮

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে এরই মাঝে সেখানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। এক সপ্তাহ পরেই শুরু হবে এই লড়াই। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ বলছেন, ইতিবাচক ক্রিকেট খেললেই বাংলাদেশকে হারাতে পারবে তার দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে এখন পাকিস্তানের বাংলাদেশ টেস্ট দল। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে মাসুদ জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ইতিবাচক ক্রিকেট খেলাই তাদের লক্ষ্য, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের ভালো কিছু করতে হলে সব ম্যাচেই জয়ের জন্য নামতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগে ইতিবাচক ক্রিকেট খেললে বাংলাদেশের বিপক্ষে সিরিজে জয় পাওয়া সম্ভব। আমাদের ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামতে হবে।’

বিজ্ঞাপন

কিছুদিন আগেই বড় রদবদল হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। মাসুদ অবশ্য মানছেন, এসব ইস্যু মাঠে প্রভাব ফেলবে না, ‘আমার মনে হয় না এসব ব্যাপার খেলায় প্রভাব ফেলবে। আমরা শ্রীলংকার বিপক্ষে গত বছর ঘরের মাঠে সিরিজ জিতেছি। ব্যাটিংয়ে কিছুটা বাড়তি মনোযোগ দিতে হবে। আমাদের বোলাররা দুর্দান্ত ফর্মে আছে।’

দশ মাস পর সাদা পোশাকে মাঠে নামছে পাকিস্তান। ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। ২ ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর