Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ঢুকে মানুষ মারার দিন শেষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৮:০৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১৯:৫৯

ঢাকা: ‘দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে’—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি সদর দফতরে বিজিবি হাসপাতাল আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘বিজিবির মতো একটা ফোর্সকে (বাহিনী) পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)।’

উপদেষ্টা বলেন, ‘বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)।’

সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমাদের সীমানার মধ্যে ঢুকে মারে, আর আমরা বলি, পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার।’

বিজিবি সূত্র বলেছে, সাম্প্রতিক ঘটনায় বিজিবির তিন সদস্য নিহত ও ১৩০ জন আহত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রপতির কাছে একটি রিকমেনডেশন চলে গেছে। পুলিশ কমিশনের চিন্তা করা হচ্ছে। পুলিশও সেটাই চাচ্ছে। ওইভাবেই চলবে পুলিশ।

শোক দিবস পালন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ আগস্ট নিয়ে বৈঠক করা হবে। কেউ কোনো রকমের নাশকতা যাতে করতে না পারে সেই পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হুমুকের আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনইউ

টপ নিউজ বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর