দিনাজপুরে পরিত্যক্ত কুয়া থেকে ২ জনের লাশ উদ্ধার
১৩ আগস্ট ২০২৪ ১৭:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ২০:০০
দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে পরিত্যক্ত কুয়া থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের মালভবানী পাঠক পাড়া নামক গ্রামের একটি কূপ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতেরা হলেন-সিরাজুল হক (৫৫) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে। অন্যজন,রংপুর মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী শারতী পাহান (৬০)।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার (১২ আগস্ট) রাতে কুশদহ ইউনিয়নের মালভবানি পাঠকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ে আয়োজন। অনুষ্ঠানে পাশের বাড়ির খুলির ধারে রাতের অন্ধকারে নিহতরা মদ্যপান করেন। নেশা গ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানি ভর্তি কুয়ায় তারা পড়ে যান। পাশের বাড়িতে থাকা এক নারী তাদের কুয়ায় পড়ার শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। কিন্তু গ্রামবাসী এসে তাদের উদ্ধার করতে পারেনি। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ওই দুজনের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ধারনা করা হচ্ছে তারা দু’জনেই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে যান। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এনইউ