Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৬:২৯

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায়  বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে আহত শাহ আলম (৪০) নামে এক পোশাক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান।

নিহত শাহআলমের ভাই আবু তাহের জানান, তাদের বাড়ি  কুমিল্লা জেলার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামে। বাবার নাম রেনু মিয়া। বর্তমানে রামপুরা ওয়টপদা রোডে স্ত্রী শিল্পি আক্তার ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাততো। এবং একটি পোশাক একটি কারখানায় চাকরি করতেন।

তিনি আরো জানান,  গত ১৯ জুলাই দুপড়ে বাড্ডায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

পোশাক শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর