Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৫:২৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১৭:৪৬

ঢাকা: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক দুই মন্ত্রী ও সাবেক পুলিশ মহাপরিদর্শকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে দায়ের করা হত্যা মামলা এফআইআর (মামলা হিসেবে গ্রহণ) হিসেবে করতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। আদালতে বাদীপক্ষে আইনজীবী ছিলেন আইনজীবী মো. মামুন মিয়া।

এর আগে, আজ সকালে শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক দুই মন্ত্রী ও সাবেক পুলিশ মহাপরিদর্শকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন রাজধানীর আদাবরের ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল।

ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক মুদি দোকানি নিহতের ঘটনায় তাদের বাদী করে এ হত্যা মামলা করা হয়েছে আদালতে।

মামলার বাকি আসামিরা হলেন— সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, একই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদ, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান।

মামলার পর আদালত বাদীর জবানবন্দি নেন।

মামলার বাদী আমীর হামজা বলেন, নিহত আবু সাঈদ রিকশাচালক ছিলেন। পরে মুদি দোকান দিয়েছিলেন। ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন। তার পরিবার অত্যন্ত দরিদ্র ও অসহায়। তার এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্যও পরিবারের ঢাকায় আসার মতো আর্থিক সঙ্গতি নেই। ফলে এই হত্যার কোনো বিচার হওয়ার সম্ভাবনা নেই। এ কারণে আমি তার পক্ষে বিচার চাইতে আদালতে আসার সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

গত ১ জুলাই থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন। ১৬ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সংঘর্ষ শুরু হলে ওই দিনই ছয়জন নিহত হন। পরবর্তী এক সপ্তাহে সারা দেশে প্রায় দুই শ মানুষ প্রাণ হারিয়েছিলেন। পরে ৫ আগস্ট সরকার পতনের আগে পরের তিন দিনেই আরও তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ শেখ হাসিনা হত্যা মামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর