মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া বার্সার
১৩ আগস্ট ২০২৪ ১০:৩৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১৪:১৮
প্রথা অনুযায়ী লা লিগার মৌসুম শুরুর আগে ঘরের মাঠে হুয়ান গাম্পার ট্রফির শিরোপা লড়াইয়ে মাঠে নামে বার্সেলোনা। এবার অলিম্পিক স্টেডিয়ামে বার্সার প্রতিপক্ষ ছিল ফরাসি ক্লাব মোনাকো। তবে মোনাকোর কাছে ৩-০ গোলে হেরে মৌসুমের প্রথম শিরোপা হাতছাড়া করেছে কাতালানরা।
প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্রে গিয়ে দারুণ পারফর্ম করেছিল বার্সা। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন নতুন কোচ হ্যান্সি ফ্লিক। তবে ঘরের মাঠে তাদের বড় ধাক্কা দিল মোনাকো। ইনজুরিতে জর্জরিত বার্সাকে হেসে খেলেই হারিয়েছে তারা।
প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন লামিন কামারা। ৫০ মিনিটের মাথায় গোল করে মোনাকোকে এগিয়ে দেন তিনি। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেল এমবোলো। রাফিনহা এক গোল শোধ করেছিলেন, তবে সেটা বাতিল করা হয়।
৮৭ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্রিশ্চিয়ান মাউইসা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় দিয়েই হুয়ান গাম্পার ট্রফি জিতে নেয় মোনাকো। এমন হারের দিনে ঘরের মাঠের সমর্থকদের থেকে দুয়োও শুনতে হয়েছে বার্সা ফুটবলারদের।
আগামী ১৭ আগস্ট ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করতে যাচ্ছে বার্সেলোনা।
সারাবাংলা/এফএম