Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে আলভারেজ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৪ ১০:০২

তার দলবদলের গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ছয় বছরের জন্য অ্যাটলেটিকোর সাথে চুক্তি সম্পন্ন করেছেন তিনি।

দুই মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন আলভারেজ, জিতেছেন অনেক শিরোপাও। এবারের মৌসুমের শুরু থেকেই শোনা যাচ্ছিল, সিটি ছাড়ছেন তিনি। সিটি কোচ পেপ গার্দিওলাও এমন আভাস দিয়েছিলেন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত আল্ভারেজের গন্তব্য হলো অ্যাটলেটিকো। ১০৪ মিলিয়ন ডলারে ৬ বছরের চুক্তিতে আলভারেজকে দলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

গত মৌসুমে ৫৪ ম্যাচে সিটির হয়ে মাঠে নেমে ২৪ বছর বয়সী আলভারেজ করেছিলেন ১৯ গোল। সব মিলিয়ে সিটির ক্যারিয়ারে ১০৩ ম্যাচে তার গোল ৩৬টি। ক্লাবের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন লিগ, একটি এফএ কাপ, উইয়েফা সুপার কাপ ফিফা ক্লাব বিশ্বকাপ। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও এই সময়ে জিতেছেন বিশ্বকাপ ও জোড়া কোপা আমেরিকাও।

সারাবাংলা/এফএম

ফুটবল লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর