গোপালগঞ্জে আহত সেনা সদস্যদের দেখতে যশোরে সেনাপ্রধান
সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ২৩:১২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১১:১৪
১২ আগস্ট ২০২৪ ২৩:১২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১১:১৪
ঢাকা: গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্যান্য সেনাসদস্যদের দেখতে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১২ আগস্ট) আহতদের দেখতে যশোর সিএমএইচে যান তিনি।
একই দিন তিনি খুলনায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সেনাসদস্যদের সঙ্গ মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার খুলনা, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/পিটিএম