Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ২২:৫৯

খাগড়াছড়ি: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা প্রধান সড়ক হয়ে শহরের শাপলাচত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বির্তকিত বক্তব্য দিচ্ছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন।’

সারাবাংলা/একে

ছাত্রদল বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর