Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ২২:১৫ | আপডেট: ১৩ আগস্ট ২০২৪ ১১:১৪

ফাইল ছবি

ঢাকা: হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়ার পর আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন—বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস. এম. এমদাদুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌‘রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত চারজন বিচারককে তাদের শপথগ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।’

শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

৪ বিচারপতি আপিল বিভাগ টপ নিউজ বিচারপতি নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর