সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ২১:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ২২:৫৮
১২ আগস্ট ২০২৪ ২১:০০ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ২২:৫৮
ঢাকা: সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী ও ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (১১ আগস্ট) সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রী-মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ। এ ছাড়াও সোমবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/জিএস/পিটিএম