Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ‘মিস ফায়ারিং’য়ে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৮:৪২

ঢাকা: রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অস্ত্রাগারে মিস ফায়ারিং হয়ে আল আমিন (৩০) নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত আল আমিন দারুসসালাম থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনে জমা দেওয়া হয়।

তিনি আরও জানান, আজকে পুলিশ সদস্যরা থানায় যোগদান করে। দুপুরে অস্ত্র আনতে মিরপুর পুলিশ লাইনে যান আল আমিনসহ অনেকেই। সেখানে অন্য একজনের হাত থেকে পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে সহকর্মীরা।

বাচ্চু মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগে আল আমিনের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর।

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল পুলিশ পুলিশ সদস্য গুলিবিদ্ধ মিস ফায়ারিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর