Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৮:২০ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ২১:০২

ঢাকা: দেশের সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার, টানেল ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সড়ক পরিবহন ও সেতু সচিব, নৌ-পরিবহন সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন।

গত বছরের ৭ জুলাই অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ -বিআইডব্লিটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ’র চেয়ারম্যান বরাবরে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।

আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্সের গাড়ি থামিয়ে টোল প্লাজা থেকে টোল আদায় করা হচ্ছে, যা এই আধুনিক সভ্য সমাজের জন্য অমানিবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান, একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টোল প্লাজায় টোল আদায়ের যে সময় নষ্ট হচ্ছে তাতে অনেক রোগী হাসপাতালে নেওয়ার আগে মারা যাচ্ছে।

আবার অ্যাম্বুলেন্সের রোগী আনতে যাওয়ার সময় টোল প্লাজায় আটকা পড়ে রোগীর কাছে অ্যাম্বুলেন্স যাওয়া আগেই রোগী মারা যাচ্ছে। অথচ সরকার নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, তাই অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন, অর্থ এবং স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

বিজ্ঞাপন

সারাদেশের অ্যাম্বুলেন্স গাড়ি চলাচলের ক্ষেত্রে সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, টানেল ও ফেরিতে টোল মুক্তভাবে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। তবে সে আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী মনির উদ্দিন।

ওই রিটের শুনানি শেষে আজ আদালত সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, টানেল ও ফেরীতে টোল মুক্তভাবে অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অ্যাম্বুলেন্স আদায় টপ নিউজ টোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর