Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৬:২০

খুলনা: খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের নিকট পদত্যাগপত্র জমা দেন তারা।

কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এই পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

অপরদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

উল্লেখ্য, ২০২২ সালের ১ সেপ্টেম্বর অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। এছাড়া একই বছরের ২২ নভেম্বর অধ্যাপক ড. সোবহান মিয়া উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে যোগদান করেন।

সারাবাংলা/এনইউ

উপাচার্য কুয়েট টপ নিউজ পদত্যাগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর