Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক পুলিশ, সহযোগিতা করছেন শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৫:০৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৬:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন। তাদের পাশাপাশি শিক্ষার্থীরাও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন।

এক সপ্তাহ পর সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নগরীর আগ্রাবাদ, জিইসি, টাইগারপাস, ওয়াসা ও দামপাড়া মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যদের কাজ করতে দেখা গেছে। তাদের সহযোগিতা করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা।

বিজ্ঞাপন

রোববার (১১ আগস্ট) থেকে চট্টগ্রাম নগরীতে যানজট বেড়ে যায়। মোড়ে মোড়ে শিক্ষার্থীরা ট্রাফিকের নিয়ন্ত্রণ নিয়ে প্রত্যেকটি গাড়ি চেক করতে থাকায় দীর্ঘক্ষণ যানজটে পড়তে হয় নগরবাসীকে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ সদস্যরা রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। ট্রাফিক পুলিশ সদস্যরা যখন রাস্তায় নেমেছেন তখন তাদের আলিঙ্গন করে স্বাগত জানাচ্ছেন ছাত্র-জনতা। পুলিশ সদস্যদের বিস্কুট, পানিসহ বিভিন্ন খাবার সরবরাহ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ সারাবাংলাকে বলেন, সোমবার সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করবেন। আগামীকাল (মঙ্গলবার) রাত ১১টা পর্যন্ত দায়িত্ব পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরো নগরীতেই ট্রাফিক পুলিশরা কাজে নেমে পড়বে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রামসহ সারা দেশে পুলিশের ওপর হামলা করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অধিকাংশ থানা ও ট্রাফিক পুলিশ বক্স। হামলায় অনেক পুলিশ সদস্যও নিহত হন। আত্মরক্ষার্থে থানা ও স্থাপনা ছেড়ে যেতে বাধ্য হন ‍পুলিশ সদস্যরা। এরপর প্রায়ই এক সপ্তাহ ধরেই বন্ধ ছিল দেশের সব থানার কার্যক্রম। পুলিশ শূন্য হয়ে যায় সব থানা।

বিজ্ঞাপন

এরপর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। এর মধ্যেই দায়িত্বভার বুঝে নেওয়া পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম টপ নিউজ ট্রাফিক পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর