Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটে পুলিশ সদস্যদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৪:৪৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৬:৩৩

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সময়ে চাকুরিচ্যুত ও বিজ্ঞ আদালতে চলমান মামলা এবং রায় প্রাপ্ত পুলিশ সদস্যদের চাকুরিতে সকল সুযোগ-সুবিধাসহ পুনর্বহালের জন্য মানববন্ধন করছে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে প্রধান ফটকের সামনে তাদের এক দফা দাবিতে এ মানববন্ধন করেন। পুলিশের এসআই, এএসআই এবং কন্সটেবলরা এতে অংশ নিয়েছেন।

মানববন্ধন কর্মসূচীতে বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী সরকারের আমলে ভিন্ন মতের নেতাকর্মীদের মিথ্যা মামলা না দেওয়া, গুলির নির্দেশ অমান্য করা, অভিযুক্তকে না পেলে তার পরিবারের সদস্যদের গ্রেফতার না করাসহ জুনিয়র অফিসারদের অনেকের পরিবার বিএনপিপন্থি হওয়ায় বিভিন্ন সময়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তারা বলেন, আমাদের এক দফা এক দাবি। আমাদের চাকরি অবৈধভাবে হরণ করা হয়েছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই। চাকরি না থাকায় আমাদের সদস্যরা মানবেতর জীবনযাপন করছে। অদৃশ্য ও কাল্পনিক অভিযোগ দিয়ে মতের অমিল হলেই আমাদের চাকরি খেয়েছে। নতুন এই বাংলাদেশে আমাদের চাকরি এবং সকল সুযোগ সুবিধা ফেরত চাই।

বিক্ষোভকারীদের একজন বলেন, বিসিএস দিয়ে আসা অফিসাররা আমাদের চাকর বাকর মনে করে৷ অনেক ঘৃন্য ব্যবহার করে। গালিগালাজ করে। তাদের অবৈধ আদেশ যথাযথভাবে পালন না করলেই অকথ্য ভাষায় গালি দেয়। চাকরিচ্যুত করে।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে ছোট খাটো কোনো কিছু পাক বা না পাক তারা গায়েবী একটা অভিযোগ দাড় করায়। এরপর অভিযোগ গঠন ও চার্জ গঠন করে ব্যবস্থা নেয়। আমাদের বিরুদ্ধে অসাধারণসহ নানা অভিযোগ দেখিয়েছে। গোপালগঞ্জের এসপি মুরাদ আলীর নির্মম আচরণ করেছেন বলে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির, সাবেক ডিবি প্রধান হারুন এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ সিনিয়র অফিসারদারের একটি সিন্ডিকেট ছিল। সিনিয়র অফিসাররা যা আদেশ করতো আমাদের গাধার মতো পালন করা লাগত।

এ সময় বিক্ষোভকারী চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বেনজীর, হারুন, মামুনদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

সারাবাংলা/জেআর/ইআ

চাকরি পুনর্বহাল টপ নিউজ পুলিশ সদস্য বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর