এবার বিএসইসির ২ কমিশনারের পদত্যাগ
১২ আগস্ট ২০২৪ ১৪:২৫ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৬:২২
ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনার পদত্যাগ করেছেন।
তারা হলেন-অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। ইতোমধ্যে তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সোমবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন। অন্যদিকে প্রথম নারী কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রুমানা ইসলাম ২০২২ সালের ৮ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেছিলেন।
এর আগে, শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তার পদত্যাগের পর এবার বিএসইসির দুই কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম পদত্যাগ করলেন।
সারাবাংলা/জিএস/ইআ