প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বিএনপি নেতাদের বৈঠক
১২ আগস্ট ২০২৪ ১২:৫৭ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১৫:০৫
ঢাকা: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় যেতে বলা হয়েছে বিএনপি নেতাদের।
এই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সোমাবর বিকেলে ‘যমুনা’য় যাচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকারে উপদেষ্টা সংখ্যা এখন পর্যন্ত ১৬ জন।
তারা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।
দায়িত্ব গ্রহণের পর সরকারের বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।
সারাবাংলা/এজেড/ইআ