ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
১২ আগস্ট ২০২৪ ০১:৩৩ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ১০:৪৭
জামালপুর: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
রোববার (১১ আগস্ট) বিকেলে উপাচার্য কামরুল ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন ও রোববার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এর মধ্যেই শনিবার রাতে ভারপ্রাপ্ত প্রক্টর ইউসুফ আলী, সহকারী প্রক্টর সুমিত কুমার পাল ও হল প্রাধ্যক্ষ পার্থ সারথি দাস নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন।
সারাবাংলা/টিআর
অধ্যাপক ড. কামরুল আলম খান উপাচার্য কামরুল আলম খান উপাচার্যের পদত্যাগ টপ নিউজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বশেফমুবিপ্রবি