Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার, কর্মস্থলে ফিরবেন সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ২৩:৫৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ ০০:১৭

ঢাকা: কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। আগামীকাল সোমবার (১২ আগস্ট) থেকে তারা সবাই কাজে যোগ দেবেন— এমনটি জানিয়েছেন একাধিক পুলিশ সদস্য।

পুলিশ সদস্যরা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন তারা।

রোববার (১১ আগস্ট) রাতে দাবি বাস্তবায়ন কমিটির সদস্য ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান।

কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট ও পূর্ববর্তী সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশে সংস্কারসহ ১১ দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা।

এর আগে রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে বলেন, ১৫ আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে তাদের পলাতক হিসেবে ঘোষণা করা হবে। ধরে নেওয়া হবে, তারা আর চাকরি করবেন না।

এদিকে পুলিশ অধিদফতর থেকে জানানো হয়েছে, রোববার বিকেল ৩টা পর্যন্ত দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ১১০টি থানার মধ্যে ৯৭টি ও জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টির কার্যক্রম শুরু হয়েছে।

সারাবাংলা/ইউজে/টিআর

কর্মবিরতি প্রত্যাহার টপ নিউজ পুলিশ পুলিশের কর্মবিরতি বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর