Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাইকে গণজাগরণের অভিনন্দন প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৭:৪০ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৯:২৮

ঢাকা: শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন।

রোববার (১১ আগস্ট) তিনি সুপ্রিম কোর্টে নিজ দফতরে গিয়ে এ অভিনন্দন জানান। এর আগে, দুপুর সোয়া ১টায় শপথ নেন তিনি।

তার আগে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১০ আগস্ট) রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে, শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগপত্র জমা দেন। প্রধান বিচারপতি ছাড়া অন্য পাঁচ বিচারপতি হলেন- এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অভিনন্দন গণজাগরণ টপ নিউজ প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর