Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্বপ্রাপ্তদের নিয়ে সচিবালয়ে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১৩:৫২ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৬:১৪

ঢাকা: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১১ আগস্ট) বিকেল ৩টায় তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের কাজকর্মের অবস্থা তুলে ধরবেন।

বিজ্ঞাপন

শপথ নেওয়ার পর রোববার (১১ আগস্ট) অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রথম কাজ শুরু করেন। এদিন সকাল থেকেই সচিবালয়ে আসতে থাকেন তারা। অফিস করেন, অর্থ উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, পরিবেশ ও বন উপদেষ্টা, মৎস ও প্রানীসম্পদ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা। তারা নিজ নিজ দফতরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিচিত হোন কর্মকর্তাদের সঙ্গে। এ সময় তারা নিজ নিজ কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন গণমাধ্যমের কাছে।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ প্রধান উপদেষ্টা সচিবালয়ে বৈঠক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর