জম্মু-কাশ্মীরে গুলিতে ভারতীয় ২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৪ ১১:৫৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৩:১৮
১১ আগস্ট ২০২৪ ১১:৫৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১৩:১৮
ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সশস্ত্র গোষ্ঠীর গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) এনডিটিভির খবরে বলা হয়েছে, এ ঘটনায় এক সেনা সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে অনন্তনাগের আহলান গাদোলোর কোকেরনাগ উপবিভাগের জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিল সেনা সদস্যরা। এ সময় সেনাদের টহল গাড়িতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নেয়। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।
গত এক বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে কোকেরনাগে গোলাগুলিতে এক কমান্ডিং অফিসার, সেনাবাহিনীর মেজর নিহত হন।
সারাবাংলা/ইআ