Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ১০:২৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১০:৩০

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সই করা পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এর আগে, দুপুরে উপাচার্য বরাবর এক দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সবধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধসহ ১২ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এক অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩–এর ৪৪ (৪) ও ৪৪ (৫) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে পৃথক অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’

সারাবাংলা/ইআ

ছাত্ররাজনীতি নিষিদ্ধ টপ নিউজ রুয়েট

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর