ব্রাজিলকে কাঁদিয়ে সোনা জিতল যুক্তরাষ্ট্রের মেয়েরা
১১ আগস্ট ২০২৪ ০৯:৫৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ ১০:০৫
টুর্নামেন্টের সেরা দুই দল মুখোমুখি হয়েছিল ফাইনালে। নারী ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও যুক্তরাষ্ট্র লড়েছে সোনার লড়াইয়ে। সেখানে ব্রাজিলকে কাঁদিয়ে ১-০ গোলের জয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
ব্রাজিলের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ৩৮ বছর বয়সী কিংবদন্তি মার্তা। নিজের ষষ্ঠ অলিম্পিকের শেষ ম্যাচে ব্রাজিলের হয়ে সোনা জয়ের অপূর্ণতাটা আর ঘুচাতে পারলেন না তিনি। আগের দুইবার এই যুক্তরাষ্ট্রের কাছে হেরেই সোনার স্বপ্ন ভেঙ্গেছিল ব্রাজিলের। তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। তবে সেটা আর করতে পারল না ব্রাজিল। যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সেলেসাওদের।
প্যারিসের ফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ম্যালোরি সোয়ানসন।
গোল শোধ করতে মরিয়া ব্রাজিল এরপর অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা আনতে পারেনি। সোয়ানসনের ওই গোলেই শেষ পর্যন্ত সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
সারাবাংলা/এফএম