দায়িত্ব গ্রহণের ১৮ দিনের মাথায় পদ ছাড়লেন রশীদ আসকারী
সারাবাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৪ ০০:৩২
১১ আগস্ট ২০২৪ ০০:৩২
ঢাকা: দায়িত্ব গ্রহণের ১৮ দিনের মাথায় পদ ছাড়লেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারী।
শনিবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেছেন বাংলা একাডেমির ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই মো. হারুন-উর-রশীদ আসকারী বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছিল। গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি। বাংলা একাডেমির ওই পদে কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য, রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার প্রবন্ধ ও বেশ কয়েকটি বই আছে।
সারাবাংলা/পিটিএম