Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ

কুবি করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৪ ০০:১৯

কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছে।

শনিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক বলেন, ‘আমি পদত্যাগপত্র পেয়েছি। তারা বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন।’

এর আগে, সন্ধ্যায় কুবি উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের জন্য সময় বেঁধে দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। আজ রাতের মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল রোববার উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন তারা।

পদত্যাগের বিষয়ে প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আমরা পদত্যাগ করেছি। এ ছাড়া অন্য কিছু বলতে পারব না।’

যদিও সমন্বয়কদের আল্টিমেটাম দেওয়ার আগেই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।

সারাবাংলা/পিটিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পদত্যাগ প্রক্টরিয়াল বডি