টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা সিটির
১০ আগস্ট ২০২৪ ২২:২৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ২২:৪২
মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কমিউনিটি শিল্ডের ফাইনালে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াইয়ে নির্ধারিত সময় শেষে ছিল ১-১ সমতা, ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ইউনাইটেডকে ৭-৬ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে মৌসুমের শুভ সূচনা করল পেপ গার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর খুব একটা দেরি নেই। এর আগে প্রতি মৌসুমের মতো এবারও কমিউনিটি শিল্ডের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল লিগ ও কাপের চ্যাম্পিয়নরা। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে কোন গোল আসেনি। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না কোন দল।
ম্যাচের ৮২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন আলেহান্দ্রো গার্নাচো। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ৮৯ মিনিটেই সিটিকে সমতায় ফেরান বেনার্দো সিলভা। নির্ধারিত সময় শেষ হয় ১-১ এ সমতায়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারেও দুই দলকে আলাদা করা যাচ্ছিল না। সিটির প্রথম শট মিস করেন সিলভা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করেন সানচো। ৪-৪ এ সমতা থাকায় ম্যাচ যায় সাডেন ডেথে। সেখানে আকাঞ্জির অস্টম শটে গোল পায় সিটি। পেনাল্টি মিস করেন ইউনাইটেডের জনি ইভানস। আর এতেই শিরোপা উল্লাসে ভাসে সিটি।
২০১৯ সালের পর এই প্রথম কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল সিটি। এটি তাদের ১৭তো শিরোপা, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
সারাবাংলা/এফএম