Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে লুট করা মালামাল ফেরত দিচ্ছে জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৮:৫৩

রাজশাহী: রাজশাহীতে সম্প্রতি লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩০ ভাগ মালামাল।

শনিবার (১০ আগস্ট) সকালে নগরীর বুলনপুর এলাকায় মাইক নিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ডাকে সাড়া দিয়ে অনেকে মালামাল ফেরত দেন।

একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করেন। উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে এবং অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরতের ব্যবস্থা করছে সেনাবাহিনী। রেড ক্রিসেন্টসহ কয়েকটি সংগঠন এ কাজে সহযোগিতা করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোবাশ্বির হোসেন খান বলেন, ‘ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট রয়েছেন। আরও বয়েছে আনসার বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় গ্রুপ করে এসব জিনিস সংগ্রহ করা হচ্ছে।’

সারাবাংলা/এমও

জনতা রাজশাহী লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর