ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
১০ আগস্ট ২০২৪ ১৮:৪৩ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ ২০:৪১
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে সবধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০আগস্ট) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢামেক অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী।
সভায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় সিদ্ধান্ত হয় যে, ছাত্রআন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, ডা. শহিদ ফজলে রাব্বী ছাত্রাবাস, ও ডা. চৌধুরী আব্দুল আলীম ছাত্রী নিবাসে সবধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য ও নতুনভাবে গঠিত কোনো সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে বা হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে রাজনীতি নিয়ে আসা, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান কিংবা তাদের সমর্থনমূলক কর্মকাণ্ড প্রচার-প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১২ জুন একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ছাত্রদের ডা. ফজলে রাব্বী ছাত্রাবাসে অবস্থান, একাডেমিক ক্লাস ও ক্যাম্পাসে আগমনে নিষিদ্ধকরণের সিদ্ধান্ত ১০ আগস্টের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
সারাবাংলা/এসএসআর/পিটিএম